জঙ্গি সংগঠনের পরিচালনায় পাকিস্তানে তৈরি হচ্ছে বিশাল মাদ্রাসা - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

জঙ্গি সংগঠনের পরিচালনায় পাকিস্তানে তৈরি হচ্ছে বিশাল মাদ্রাসা

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

পাকিস্তানে তাদের ভিত মজবুত করার দিকে আরও একধাপ এগোল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷পঞ্জাবের বাহাওয়ালপুর জেলার প্রায় দশ একর জমি নিয়ে এক বিশাল মাদ্রাসা তৈরি করতে চলেছে এই জঙ্গি সংগঠন । জইশের তৈরি এই মাদ্রাসাটি চালিত হবে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহজারের দ্বারা।
জইশের পক্ষ থেকেও এই মাদ্রাসা তৈরির বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই বিষয়ে পাক সরকার কোনও বক্তব্য প্রকাশ করেনি বলেই জানা গিয়েছে।
তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একজন উচ্চপদস্থ সেনা আধিকারিক জানয়েছেন যে, জইশ-ই-মহম্মদ তাদের এই মাদ্রাসা তৈরির আড়ালে  বহু লস্কর-ই-তইবা জঙ্গিকে আশ্রয় দান করার পরিকল্পনা চালাচ্ছে তারা। তিনি আরও জানান যে এর ফলে পাকিস্তানের পক্ষেও তা খারাপ হতে চলেছে।
 source: Kolkata24*7

Post Top Ad

Your Ad Spot