বালিভর্তি ট্রাকের নীচে পড়েও রক্ষা পেলেন দুই স্কুটার আরোহী - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯

বালিভর্তি ট্রাকের নীচে পড়েও রক্ষা পেলেন দুই স্কুটার আরোহী

ঝিকরগাছাবাজার পত্রিকা আন্তর্জাতিক ডেস্ক :
রাস্তায় বাঁক নিতে গিয়ে উল্টে যাচ্ছে বালিভর্তি ট্রাক। আর তার নীচ দিয়ে সাঁ করে বেরিয়ে গেলেন দুই স্কুটার আরোহী। তাও আবার অক্ষত অবস্থায়। বিশ্বাস না হলেও, পড়শি দেশ চিনেসম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। রুদ্ধশ্বাস ওই মুহূর্ত ধরা পড়েছে সেখানে রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরাতে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে।
দক্ষিণ চিনের স্বশাসিত গুয়াংশি প্রদেশের ঘটনা। বুধবার সেখানকার একটি রাস্তা দিয়ে স্কুটারে চড়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। উল্টো দিক থেকে বাঁক নিতে গিয়ে আচমকাই তাঁদের গা ঘেঁষে উল্টে যায় বালিভর্তি একটি ট্রাক।
তার নীচেই চাপা পড়ছিলেন ওই দুজন। কিন্তু বিপুল পরিমাণ বালির ধাক্কায় স্কুটার সমেত কিছুটা দূরে ছিটকে পড়েন তাঁরা। তবে প্রাণে বেঁচে গিয়েছেন।

রাস্তায় বসানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়ে। যা স্থানীয় পুলিশের হাতে ওঠে। পরে চিনা সংবাদমাধ্যম সূত্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি।

Post Top Ad

Your Ad Spot