নতুন বছরকে স্বাগত জানাতে ঠাণ্ডা পানিতে ২০১৯ ডুব - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯

নতুন বছরকে স্বাগত জানাতে ঠাণ্ডা পানিতে ২০১৯ ডুব

ঝিকরগাছাবাজারপত্রিকা ডেস্ক :
ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে কনকনে ঠাণ্ডা পানিতে ডুব দিয়ে হইচই ফেলে দিয়েছে এক যুবক। এক বার কিংবা দু’বার নয়, নতুন বছরের সঙ্গে মিল রেখে ২০১৯ বার ডুব দিয়েছে ওই যুবক। যুবকের এমন অবাক কাণ্ড রীতিমতো শোরগোল ফেলেছে ভারতজুড়ে। ঘটনা ভারতের বাঁকুড়ার শহরের বিষ্ণুপুরের।
বিষ্ণুপুরের বিখ্যাত লালবাঁধে যুবকের এমন কীর্তি দেখতে উপচে পড়ল ভিড়। সদানন্দ দত্ত বিষ্ণুপুর শহরের বাহাদুর গঞ্জের বাসিন্দা। শৈশব থেকেই সাঁতার কাটতে ভালবাসেন তিনি। দক্ষ সাঁতারু হিসেবে সুনামও রয়েছে এলাকায়। দীর্ঘ সময় পানিতে কাটাতে পছন্দ করেন বলে তাকে বন্ধু বান্ধব মহলে ‘পানকৌড়ি’ বলেও ডাকা হয়। তিনিই এবার নতুন বছরে করলেন এই অবাক কাণ্ডটি।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২ টা ১০ মিনিটে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধের পানিতে ডুব দেওয়া শুরু করেন তিনি। ২০১৯ বার ডুব দিতে সময় নেন ৪৮ মিনিট। প্রায় ঘণ্টা খানেক কাছাকাছি ঠান্ডা পানিতে থাকতে হলেও তার কিছুই মনে হয়নি!
সদানন্দ জানিয়েছেন, “আমার লক্ষ্য বিশ্বকে জয় করার।”
অবশ্য এবারই প্রথম নয়। ২০১৬ সাল থেকেই বছরের প্রথম দিনে একই কাণ্ড করে আসছেন তিনি। এই নিয়ে নিজস্ব কীর্তির চতুর্থ বছর পূর্ণ হল তার। যার সাক্ষী হয়ে থাকলেন অগণিত মানুষ।

Post Top Ad

Your Ad Spot