মন্ত্রিসভায় নতুন মুখ - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯

মন্ত্রিসভায় নতুন মুখ

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :
নতুন মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্য ৪৭। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া পূর্ণমন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তারা হলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, পানিসম্পদ (উপমন্ত্রী) এনামুল হক শামীম, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুরাদ হাসান, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পরিবেশ, বন ও জলবায়ু পবির্তন (উপমন্ত্রী) বেগম হাবিবুন নাহার, শিক্ষা (উপমন্ত্রী) মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Post Top Ad

Your Ad Spot