যশোরে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা চেষ্টা
ঝিকরগাছাবাজারপত্রিকা ডেস্ক :
বন্ধু আরিফুর রহমান সাগর জানান, তারা বন্ধুরা মিলে বাবলাতলায় ডাকবাংলোর সামনে পিকনিক করছিলেন। পূর্ব শত্রুতার জেরধরে গতকাল দিবাগত রাত এক টার দিকে স্থানীয় সন্ত্রাসী সাম্পানের নেতৃত্বে নান্নু, তুহিনসহ ১০-১২ জন এসে লাঠিসোটা দিয়ে তাদের মারপিট করে। তারা বাঁধা দিলে প্রতিপক্ষরা পিস্তল দিয়ে ৮-৯ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় একটি গুলি সুজনের বামপাশের পেটে এবং একটি ডান পায়ে লাগলে সে গুরুতর আহত হয়। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, সজীবের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। তিনি এখনো আশংকামুক্ত নয়।
