বিনোদন ডেস্ক :
আম্বানি কন্যা ইশার ৩ লক্ষ টাকা মূল্যের বিয়ের কার্ড দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলের। সোনা খচিত সেই কার্ড চোখ ঝলসে দিয়েছিল। এবার প্রকাশ্যে এল আম্বানি পুত্র আকাশ ও শ্লোক মেহেতার বিয়ের কার্ড।
আগামী ১০ মার্চ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ আম্বানি ও শ্লোক মেহেতা। শ্লোক হল রোজি ব্লু ডায়মন্ডসের কর্ণধার রাসেল মেহেতার কন্যা। প্রকাশ্যে আসে আকাশ-শ্লোকের বিয়ের কার্ডটি পুরোটাই দেবদেবীর ছবিতে ভরা। যে বিয়ের কার্ডে আকাশ ও শ্লোকের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
প্রসঙ্গত আকাশ ও শ্লোক ছেলেবেলার বন্ধু, তাঁরা তাঁদের সেই বন্ধুত্বকেই এবার সম্পর্কে রূপ দিতে চলেছেন।জানা যাচ্ছে ৯ মার্চ থেকেই শুরু হবে আকাশ ও শ্লোকের বিয়ের অনুষ্ঠান। ৯ মার্চ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান চলবে ১১ মার্চ পর্যন্ত।
