'বিয়ের অনেক সম্বন্ধই এসেছে, উত্তম সব ভাঙিয়ে দিত':সাবিত্রী চট্টোপাধ্যায় - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

'বিয়ের অনেক সম্বন্ধই এসেছে, উত্তম সব ভাঙিয়ে দিত':সাবিত্রী চট্টোপাধ্যায়

বিনোদন  ডেস্ক :

 সুচিত্রা সেন ভীষণই মুডি মানুষ। এই ধরুন, আজ হয়ত আমায় চিনল, কাল চিনল না। এই সমস্ত মানুষদের সঙ্গে যেচে কথা বলা খুবই রিস্ক, হয়ত চিনলই না। সম্প্রতি, Zee 24 ঘণ্টা 'ফেস অফ' টক শোয়ে এসে মহানায়িকাকে নিয়ে এমনটাই বলেছেন কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। Zee ২৪ ঘণ্টার এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে অভিনেত্রীর কথাবার্তায় উঠে এল নানান প্রসঙ্গ।
অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় স্মৃতির পাতা থেকে একটি ঘটনা প্রসঙ্গে বলেন, ''একবার স্টুডিওতে বসে সুচিত্রা সেন মেকআপ করছেন, আমি অন্যদিকে বসে রয়েছি। উনি নিজেই মেকআপ করতে করতে আয়নায় তাকিয়ে বলছেন, কত কিছুই তো করলি, সাবিত্রী চ্যাটার্জির মতো হতে পারলি কি? '' কথা প্রসঙ্গে সাবিত্রী দেবী বলেন, তিনি অভিনয়ের প্রয়োজনে পরিচালক যে ডায়ালগের কাঁদতে বলবেন, তিনি কাঁদতে পারেন, কোনওদিনই গ্লিসারিন ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে কাঁদার থেকেও কমেডি করতেই বেশি ভালোবাসেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায় তিনি নাটকের মেয়ে, সিনেমার থেকে নাটক করতেই তাঁর বেশি ভালোলাগে। তাঁর কথায়, এখন তো কথায় কথায় নায়িকা হয়ে যাচ্ছে। আর আমায় প্রথমে বলা হয়েছিল, বাঙাল ভাষার টান রয়েছে, হবে না। 
অভিনয়ের শুরুর দিনের কথা মনে করে সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, শুরুর দিন বাসে করে গিয়েছিলাম, তাও আবার পাশের বাড়ি থেকে শাড়ি ধার করে পরে গিয়েছিলাম। প্রথম অভিনয়ের পরই সবাই হাততালি দিয়ে উঠল। তখন মাসে ২০০ টাকা করে দেবে বলেছিল। তাও তিন মাসের টাকা পায়নি।
অনির্বাণ চৌধুরীর সঙ্গে কথাবার্তায় উঠে এল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আজও মানুষের কিছু কম আগ্রহ নেই। আর সেই প্রশ্নটি হল 'উত্তম-সুচিত্রা'র কী প্রেম ছিল? উত্তরে সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, ''তা আমি তো জানি না, আমার মনে হয় না, আমি তো ওদের কাছ থেকেই দেখেছি।'' পরের প্রশ্নটাই ছিল উত্তম-সাবিত্রীর কি প্রেম ছিল? এর উত্তরে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, '' তা ছিল তো খানিকটা। তবে রটনাটা বেশি, আসলটা কম। যেটা শোনা গিয়েছিল যে আমায় বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, যা নিয়ে ঝড় বয়ে গেল, সেসব কিন্তু কিচ্ছু না। আর তারপর থেকেই আমার জীবনে আরও ট্রাজেডি নেমে এল ''

Post Top Ad

Your Ad Spot