বিশ্ব চিন্তা দিবসে আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

বিশ্ব চিন্তা দিবসে আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :

যশোর জেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার যশোর জেলা প্রশাসকের বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা গার্লস গাইড কমিশনার ও জেলা প্রশাসকের সহধর্মিনী এলিজা শরমিন। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয় সকিনা বালিকা বিদ্যালয়ের জেরিন তাসনিম, দ্বিতীয় স্থান অর্জন করে কালেক্টরেট স্কুলের নাজমুন ন্নাহার এ্যানি ও কালেক্টরেট স্কুলের ঐশি হোসেন তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন দাউদ পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ মমতাজ বেগম, জেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চাঁদ সুলতানা, কোষাধ্যক্ষ সুরাইয়া বেগম, সদস্য পারভীনা খাতুন, সাইদা বানু শিল্পী, মিনারা খন্দকার, স্থানীয় সদস্য তানিয়া সুলতানা, মমতাজ বেগম, আর্জিনা খাতুন ও সেলিনা আক্তার।
সূত্র : সমাজের কথা 

Post Top Ad

Your Ad Spot