এক স্মার্ট ফোনে ৬ ক্যামেরা! আনছে নোকিয়া - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯

এক স্মার্ট ফোনে ৬ ক্যামেরা! আনছে নোকিয়া

প্রযুক্তি ডেস্ক :
ভারতের বাজারে আসছে স্মার্টফোন জগতের নতুন সংযোজন নোকিয়া ৯ পিউরভিউ। এই ফোনে এমন কিছু বৈশিষ্ট্য থাকছে যা জানলে ফোন কেনার জন্য সবার আগেই হয়তো লাইন দেবেন আপনিই।
দুরন্ত ফিচার নিয়ে অন্য স্মার্টফোন সংস্থাগুলিকে টক্কর দিতে আসছে নোকিয়ার নতুন ফোন। ভারতের বাজারে পাওয়া যাবে অগস্ট মাস থেকে। তবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেব্রুয়ারিতেই এই ফোন লঞ্চ হওয়ার কথা।
৫জি এই নোকিয়া ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফলে সেট হ্যাং করার সম্ভাবনা আর থাকবে না। সেট চলবে অনেক দ্রুত।
‘ট্রু এজ টু এজ কিউএইচডি’ ডিসপ্লে থাকছে এই ফোনে। ফলে ঝকঝকে দেখাবে ফোনের ডিসপ্লে
এই ফোনের পিছনে রয়েছে পাঁচ-পাঁচটি ক্যামেরা। যাকে বলা হচ্ছে পেন্টা লেন্স ক্যামেরা সেট আপ। অর্থাৎ ছবি উঠবে ফাটাফাটি। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ৯ ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা ছিল চারটি। সে ক্ষেত্রে নোকিয়া হারাতে চলেছে স্যামসাংকে

Post Top Ad

Your Ad Spot