মিঠুন সরকার,(ঝিকরগাছা)যশোর:
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুরে গত ৯ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে ।
মল্লিকপুর গ্ৰামে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়,গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় মল্লিকপুর পুর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গনি (৪৫) অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে ঝিকরগাছা উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
২ দিন পর ২৫ ডিসেম্বর উত্তরপাড়ার সাত্তার গাজির মেয়ে আয়শা খাতুন (২৫) এর শশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যূ হয়।
৩০ ডিসেম্বর ভোটের দিন সকালে ভোট কেন্দ্র থেকে ফিরে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে একই গ্রামের মহালদারপাড়ার মৃত-আমির আলীর ছেলে আবুল কাশেম (৬০) ইন্তেকাল করেন।
৩১ ডিসেম্বর মহালদারপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের স্ত্রী মোমেনা বেগম (৪৫) মৃত্যূবরণ করেন ।
১ জানুয়ারী রাত সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মল্লিকপুর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের মেঝোভাই শাহাজাহান আলী (৫৫) মৃত্যুবরণ করেন।
মাত্র ৯ দিনের ব্যাবধানে ৫ টি মৃত্যুর ঘটনায় ঝিকরগাছার মল্লিকপুরে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি ভুতুড়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে ।
