ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
মিঠুন সরকার,ঝিকরগাছা(যশোর)
সারা বিশ্বের ন্যায় যশোরের ঝিকরগাছায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেছেন ঝিকরগাছা বাসী ।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দীন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম। এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ ।
এছাড়াও বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরাও ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ।
