ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


কাশ্মীরের পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্য বন্ধ রাখল রফতানিকারীরা৷ শনিবার ভারত থেকে বাংলাদেশে কোনও পণ্যবাহী লরি চলাচল করেনি৷ সীমান্তে জিরো পয়েন্টে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শোকজ্ঞাপন করেন রফতানিকারীরা৷
পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রত্যেকেই চাইছে জঙ্গিদের কড়া শাস্তি দিক ভারতীয় সেনা৷ এই মর্মান্তিক ঘটনায় মালদহতেও প্রতিবাদের ঝড় ওঠে৷শুক্রবার রাত থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আলাদা ভাবে মোমবাতি মিছিল ও শোক সভা করে৷ শনিবার মহদীপুর সীমান্তে বাংলাদেশে পণ্য রফতানি এক দিনের জন্য বন্ধ রাখেন ভারতীয় রফতানিকারীরা।
মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর ঘোষ বলেন, যেভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয়েছে এবং তাদের হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে এই দাবি তুলে ধিক্কার মিছিল করা হয়৷
এদিন ভারতীয় রফতানিকারীদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশি পণ্য আমদানি-রফতানিকারীরা৷ সব দেশে একজোট হয়ে জঙ্গি দমন করুক সেটা তাঁরাও চান৷এদিন কাঁটাতারের ওপারে বাংলাদেশের রফতানিকারীরাও ভারতের মৃত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।