হামলার আতঙ্কে জাতিসংঘের দ্বারস্থ পাকিস্তান - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

হামলার আতঙ্কে জাতিসংঘের দ্বারস্থ পাকিস্তান

ঝিকরগাছাবাজার পত্রিকা ডেস্ক :


কাশ্মীরে হামলার জের ধরে ভারত পাকিস্তানের ওপর সামরিক হামলা চালাতে পারে। এই ভেবে পাকিস্তান জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার সংস্থাটির মহাসচিব বরাবর চিঠি দিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে চিঠিটি জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের সব দেশকে দেয়ার অনুরোধ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এই চিঠি লেখেন।
কাশ্মীরের পুলওয়ামা হামলায় পাকিস্তান সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ ভারত করছে, তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।
কুরেশি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে, এতে করে এই অঞ্চলে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি।

Post Top Ad

Your Ad Spot