ভারতের পুলওয়ামায় CRPF কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, শহিদ ৪০ জন জওয়ান - ঝিকরগাছাবাজার পত্রিকা
বিঃ দ্রঃ ভাষার মাস উপলক্ষে ঝিকরগাছা বাজার পত্রিকায় সবধরণের বিজ্ঞাপন ফ্রি করা হয়েছে

এই মাত্র পাওয়া

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

ভারতের পুলওয়ামায় CRPF কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, শহিদ ৪০ জন জওয়ান

ভারতের  পুলওয়ামায় CRPF কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, শহিদ ৪০ জন জওয়ান
আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা। সিআরপিএফের কনভয়ে ঘটানো হল আত্মঘাতী বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের দাপটে তালগোল পাকিয়ে যায় সিআরপিএফের একটি বাস। ক্ষতিগ্রস্থ হয় আরও কয়েকটি যানবাহন।

বৃহস্পতিবার দুপুরের পর পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের কনভয়। ওই কনভয়ে ছিলেন ২৫০০ সিআরপিএফ জওয়ান।  উরি হামলার পর এতবড় জঙ্গি আক্রমণ হাল আমলে আর হয়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরকভর্তি একটি গাড়ি এসে ধাক্কা মারে কনভয়ে। সঙ্গে সঙ্গেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের গাড়িটি।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে ভয়াবহ জঙ্গিহানা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনী। দু'দশকের মধ্যে সেটাই ছিল সবচেয়ে বড় জঙ্গিহানা।


তার পর এত বড় হামলা আর হয়নি। প্রশাসনিক মহলের অনুমান, সেই হামলার ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে পারে এই হামলা। কারণ, উরির সেনা ছাউনির সেই হামলায় ১৯ জন জওয়ান শহিদ হয়েছিলেন। এবার সংখ্যাটা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, উরির সেই হামলার দায় স্বীকার করে নিয়েছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। বৃহস্পতিবারও হামলার দায় ওই জঙ্গি সংগঠনই স্বীকার করে নিয়েছে।

Post Top Ad

Your Ad Spot